ধানের শীষের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়লেন বিএনপির প্রভাবশালী নেতারা
-
Update Time :
Tuesday, November 4, 2025
-
62 Time View
- সেতু টিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঘোষিত এই প্রাথমিক তালিকায় জায়গা হয়নি অন্তত ১২ জন হেভিওয়েট নেতার।
মির্জা ফখরুল ঘোষিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
এ ছাড়া দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস-চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীও এবার প্রার্থী তালিকায় স্থান পাননি।
দলের প্রাথমিক এই তালিকা প্রকাশের পর বিএনপির ভেতরে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দ্বিতীয় দফা মনোনয়নের তালিকায় বাদ পড়া এসব নেতাদের কেউ কেউ জায়গা পেতে পারেন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply