সেতু টিভি ডেস্ক:
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৮ জুলাই (শুক্রবার) কক্সবাজার শহরের কলাতলি ডলফিন মোড় থেকে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চ পর্যন্ত প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে। যার অগ্রভাগে থাকবেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
জেলা ক্রীড়া অফিসার মুহাম্মদ আলাউদ্দিন জানান, সারাদেশে জুলাই স্মৃতি প্রতীকী ম্যারাথনের অংশ হিসেবে কক্সবাজার জেলাতেও ১৮ জুলাই শুক্রবার ৬টায় শুরু হবে প্রতীকী ম্যারাথন। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা-সহ প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করবেন প্রায় দুই শতাধিক লোকজন। ইতোমধ্যে ৩৬ টাকা দিয়ে সকল অংশগ্রহণকারী রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষ করেছে।
কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশনের উদ্যোগে দেশব্যাপী ৫ কিলোমিটারের প্রতীকী ম্যারাথন একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা “জুলাই গণঅভ্যুত্থান” দিবসের প্রতি সম্মান জানাবে।
Leave a Reply