আরোজ ফারুক:
সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার নেতৃবৃন্দরা।সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেন দলটির নেতারা।
এর আগে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের সিনিয়র নেতাদের নেতৃত্বে একাধিক মিছিল নিয়ে জেলা কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন।
ছাত্রদলের নেতারা জানান, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে গিয়ে শেয় হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, শাহাদাৎ হোসেন রিপন, জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফাহিমুর রাহমান, সাইফুর রহমান নয়ন, আল আমিন, মিজানুল আলম, ইনজামামুল হকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা এ মিছিলে অংশ নিচ্ছেন। তাদের দাবি, একটি ‘গুপ্ত সংগঠন’ নানা তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত। এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন।
Leave a Reply