প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন বহু গুণের অধিকারি
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সংগঠক এস এম ছৈয়দ উল্লাহ আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বদরমোকাম জামে মসজিদ প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা আবদুল খালেক নিজামী। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ মেহমান ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সংগঠনের উপদেষ্টা দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আদনান সাউদ ও কক্সবাজার নিউজ-সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন বহু গুণের অধিকারী। তিনি ছিলেন সহজ-সরল, অমায়িক ও নিরহংকার একজন মানুষ। সাংবাদিকতার পাশাপাশি মানব সেবায় ব্রত ছিলেন তিনি। তার শূণ্যস্থান কখনো পূরণ হবার নয়।
সাংবাদিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক জিকির উল্লাহ জিকু, শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, এম.এ সাত্তারসহ আরও অনেকেই।
এর আগে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ আগস্ট কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে আসরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, চ্যানেল আইয়ের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, জিটিভির কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, সংগঠনের সদস্যরাসহ সাধারণ মুসল্লীরা। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।
উল্লেখ্য মৃত্যুকালে তিনি ছিলেন “সাংবাদিক সংসদ কক্সবাজার” এর সহ সভাপতি এবং জেলার জনপ্রিয় দৈনিক রূপালী সৈকত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখি করেছেন তিনি।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী গ্রামের সন্তান সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন একজন নির্লোভ, সদালাপী, নিরহংকার ও মিশুক স্বভাবের মানুষ। বিভিন্ন সময় নানা সামাজিক, মানবিক ও পরিবেশ সুরক্ষায় রেখেছেন ভুমিকা। নিজ এলাকার মানুষের মানোন্নয়নে লিখেছেন বহুবার। সন্তানদেরও উদ্ভুদ্ধ করতেন নিজ এলাকা ও দেশের স্বার্থে কাজ করতে।
Leave a Reply