নিজস্ব প্রতিবেদন।
পর্যটন শহরে আবারও সক্রিয় হয়ে উঠেছে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের প্রধান সাগর বাদশা গ্রুপ। এবার সাগরের নেতৃত্বে চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে এক হোটেল ম্যানেজারকে গুরুতর আহত করা হয়েছে। ১১ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন হোটেল কমফোর্ট এর সামনে এ ঘটনা ঘটে। আহত ম্যানেজার আবু ছালেহ কক্সবাজার পৌরসভার আওতাধীন ৯ নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়ার বাসিন্দা।
ভুক্তভোগী আবু ছালেহ সদর মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে সাগর বাদশা ও রুবেল প্রকাশ ছেগা রুবেলসহ কয়েকজন হোটেল ও মোটেল জোনের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। তারা অতীতে তাঁর হোটেলেও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর বাদশা ও রুবেলসহ ৭-৮ জন অস্ত্রশস্ত্র নিয়ে ধারালো ছোরা দিয়ে তাঁর গলায় আঘাত করে এবং রুবেলও ছোরা দিয়ে আক্রমণ চালায়। এতে তাঁর গলা ও চোয়ালে গুরুতর রক্তাক্ত জখম হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সাগর বাদশা ও রুবেল কক্সবাজারের চিহ্নিত ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সদস্য। চাঁদা না দিলে হোটেল ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। তাই ব্যবসায়ী সমাজ প্রশাসনের কাছে হোটেল এলাকায় নিয়মিত টহল জোরদার ও তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
Leave a Reply