সেতু টিভি ডেস্ক
দেশে নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেছেন
দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহিলা মন্ত্রনালয় করন, নারী শিক্ষায় উপবৃত্তি, কর্মসংস্থান, রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক নিরাপত্তা—প্রতিটি ক্ষেত্রেই বেগম খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।
তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আর কখনো দিনের ভোট রাতে হবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।’
তিনি আরও বলেন দেশনায়ক তারেক রহমান ৩১ দফা রূপরেখায় নারী সমাজের মর্যাদা, অধিকার ও সুযোগ নিশ্চিত করার কথা স্পষ্টভাবে বলেছেন। বিএনপি নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।
বিএনপি এমন একটি মধ্যপন্হী দল যেই দল রাষ্ট্র ক্ষমতায়
যাওয়ার আগেই সুনির্দিষ্ট রুপ রেখা দিয়েছে।
তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান ঘোষনা দিয়েছেন সবার আগে দেশ ও নিরাপদ বাংলাদেশ।
জননেতা লুৎফুর রহমান কাজল বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ‘বিএনপিকে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে হবে।’
তিনি গতকাল ১২ জুলাই শনিবার রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন মহিলা দলের উদ্যেগে ৪ টি ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথা বলেন,
ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেরা মহিলাদলের সদস্যসচিব নাজমা আক্তারের সঞ্চালনায় স্হানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্টিত সম্মেলেনে প্রধান বক্তা ছিলেন রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমেদ, বিশেষ অতিথী ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু,জোয়ারিয়ানালা বিএনপির সভাপতি গোলাম কবির সওঃ,চাকামারকুল বিএনপির সভাপতি ফয়সাল কাদের,রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন
বিএনপি নেতা শেখ আবদুল্লাহ, উপজেলা মহিলা দলের আহবায়ক রাবেয়া বসরী বিএনপি নেতা শাহনুর উদ্দীন বাবু, আবুল কাসেম,এনামুল্লাহ, মন্জুর আলম, হানিফ জিহাদী, সাইমুম ইসলাম শাহীন,আবদুর রহিম, তানভীরুল ইসলাম অভি,সোহেল সিকদার প্রমুখ।
সভায় ইউনিয়ন মহিলাদলের নেত্রীবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে বিকেল ৩টায় জননেতা কাজল
রামু উপজেলার জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়ী ও সওদাগর পাড়া এলাকার নদীর পাড়ের ভাঙ্গন স্হল সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এসময় উপস্হিত ছিলেন এসময় উপস্হিত ছিলেন রামু উপজেলা বিএনপর সাবেক সাধারন সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল, বিএনপি রেজাউর করিম টিপু, শফিকুর রহমান, ছুরুত আলম, জেলা কৃষকদল নেতা নুরুল আবছার, উপজেলা কৃষকদলের আহবায়ক হালিমুর রহমান মিয়াজী, স্বেচ্ছাসেবক দল আহবায়ক শাহজাহান লুতু, তাতীঁদলের আহবায়ক এনামুল হক, ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল, ছাত্রদল নেতা হাসান সিকদার, উনিয়ন যুবদলের আহবায়ক কাজল হোসেন, ছাত্রদলের আহবায়ক মনজুর আলম,
দুপুর ২ টায় জননেতা লুৎফুর রহমান কাজল জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মাওলানা আবু বক্কর (রঃ) কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
পরে তিনি জোয়ারিয়ানালা মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের আলোকিত ভবিষ্যতের জন্য শুভকামনা করেন।সাবেক সাংসদ কাজল স্হানীয় জোয়ারিয়ানালা বড় মাদ্রাসা পরিদর্শনে গেলে মাদ্রাসার মুহতামিম মৌলানা আবদুল হক ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।
Leave a Reply