ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, মে মাসে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বাণিজ্যিক চাপের যে কথা বলেছেন তা সঠিক নয়।
নিউ ইয়র্কে নিউজউইক-এর সঙ্গে একান্ত সাক্ষাতকারে জয়শঙ্কর বলেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মে ৯ রাতে ফোনে কথা বলেন; আর আমি তখন সেই রুমেই ছিলাম। সেখানে বাণিজ্য ও যুদ্ধবিরতির মধ্যে কোনো যোগসূত্র ছিল না।’
তিনি বলেন, ‘ফোনালাপে পাকিস্তানের পক্ষ থেকে বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু ভারত তা আমলে নেয়নি। বরং প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়ে দেন, ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেবে।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই রাতেই পাকিস্তান বড় ধরনের হামলা চালায়, তবে ভারতও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানয়। পরদিন সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়, যেখানে মার্কো রুবিও জানান, পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী। একই দিন বিকালে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আব্দুল্লাহ ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন।
সাক্ষাতকারে জয়শঙ্কর দাবি করেন, ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা পাকিস্তান-সমর্থিত রেজিস্ট্যান্স ফ্রন্টের মাধ্যমে পরিচালিত হয়।
Leave a Reply