প্রতিবছর বাঁকখালী নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে মানুষ অসহায় হয়ে পড়ছে : কাজল
বাঁকখালী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে লুৎফুর রহমান কাজল-
সেতু টিভি ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় তিনি রামু উপজেলার চাকমারকুল, ফতেখাঁরকুল, রাজারকুল, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বাঁকখালী নদীরপাড়ে অবস্থিত মিস্ত্রি পাড়া, শিকলঘাল,দক্ষিণদ্বীপ, মাঝিরকাটা, জুমছড়ী, বেলতলী, কৈয়াজরবিল, বাঁকখালী ব্রীজ, দোছড়ীসহ একাধিক ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জননেতা কাজল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দুর্দশা প্রত্যক্ষ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবছর বাঁকখালী নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে মানুষ অসহায় হয়ে পড়ছে। অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো কার্যকর পদক্ষেপ নেই। এখনই যদি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।”
তিনি অবিলম্বে বাঁকখালী নদীর তীর রক্ষা ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে এখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রবিনাশী শক্তিগুলো চক্রান্তের জাল বুনছে। আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে—যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়।
পরিদর্শনকালে জননেতা লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম চেযারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, উপজেলা বিএনপির সদস্য শেখ আবদুল্লাহ, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম সওদাগর, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দু রহিম। জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, বিএনপি নেতা ফয়েজ উদ্দিন রাশেদ, দিদারুল ইসলাম দিদার, চহাবিব উল্লাহ মাতবর, মুহিব উল্লাহ, মামুনুর রশীদ মামুন, আবদুল্লাহ আল মামুন, জেলা কৃষকদলের যুগ্মআহবায়ক মির্জা নুরুল আবছার, যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব, তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ, উপজেলা কৃষক দলের আহবায়ক হালিমুর রহমান মিয়াজী, সদস্য সচিব আনোয়ার কামাল, ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল।
Leave a Reply